যুক্তরাষ্ট্রসহ ৫টি দেশের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিরিয়ার প্রতিনিধিদল
  2018-01-28 18:24:09  cri
জানুয়ারি ২৮: সিরিয়া ইস্যুতে ভিয়েনা শান্তিবৈঠকে যুক্তরাষ্ট্রসহ ৫টি দেশের সমঝোতা প্রস্তাবের দৃঢ় বিরোধিতা করেছে সিরিয়ার প্রতিনিধিদল। সিরিয়া সরকারের প্রতিনিধিদলের প্রধান ও জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি গত (শুক্রবার) এ কথা জানান।

এর আগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সৌদি আরব ও জর্দান জাতিসংঘ মহাসচিবের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরার কাছে এ প্রস্তাবনা জমা দেয়। এতে শান্তিবৈঠকে সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থা এবং উন্মুক্তকরণ ও স্বাধীন নির্বাচন নিয়ে বিস্তারিত প্রস্তাব দেওয়া হয় এবং দ্রুত আলোচনার পরামর্শ দেওয়া হয়। এ প্রসঙ্গে বাশার-আল-জাফারি বলেন, সিরীয় সরকার এ প্রস্তাবের প্রতিটি শব্দ ও বাক্য প্রত্যাখ্যান করে ও এর বিরোধিতা করে।

তিনি আরো বলেন, রাশিয়া, তুরস্ক ও ইরান সিরিয়ায় দেশজুড়ে বৈঠকের প্রস্তাব দিয়েছে। এতে সম্মতি জানিয়েছে সিরিয়া সরকার।

তবে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো দেশজুড়ে এ বৈঠকের বিরোধিতা করেছে। বিরোধী গোষ্ঠীর মুখপাত্র দাবি করেন, ওই বৈঠকের অংশগ্রহণকারীরা বেশিরভাগই সিরীয় সরকারের বাছাই করা লোক। তারা কোনো গোষ্ঠীর প্রতিনিধি নয়।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040