কাবুলে হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ
  2018-01-28 15:56:00  cri
জানুয়ারি ২৮: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল (শনিবার) এক বিবৃতিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি নিহতদের আত্মীয়স্বজন ও আফগান সরকারকে গভীর সমবেদনা জানিয়েছে। এদিন সকালে জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরহিস এক বিবৃতিতে ওই হামলার নিন্দা জানান।

নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সন্ত্রাসী হামলাকারী, সহায়তাকারী ও সমর্থকদের শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। বিবৃতিতে সব দেশকে আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী নিজ দায়িত্ব পালন এবং আফগান সরকারকে সহায়তা করার তাগিদ দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, যে কোনো ধরণের সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ঝুঁকি। তাই সব দেশের উচিত সন্ত্রাসদমনে সর্বোচ্চ ভূমিকা রাখা।

এদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস বিবৃতিতে বলেন, বেসামরিক মানুষের ওপর যে কোনো হামলা মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে। হামলায় জড়িতদের আইনানুগ শাস্তি দেওয়ার কথা বলেন তিনি।

উল্লেখ্য, কাবুলের ওই বোমা হামলায় এ পর্যন্ত ৯৫ জন নিহত এবং ১৬৩ জন আহত হয়েছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040