'সি চিন পিং: রাষ্ট্র পরিচালনার নীতি' বইয়ের প্রথম ভলিউম আবারও প্রকাশিত
  2018-01-28 15:44:35  cri
জানুয়ারি ২৮: সম্প্রতি চীনের কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রণালয়, কেন্দ্রীয় দলিল গবেষণালয়, চীনের বিদেশি ভাষা অধিদপ্তর যৌথভাবে 'সি চিন পিং: রাষ্ট্র পরিচালনার নীতি' বইয়ের প্রথম ভলিউমের নতুন সংস্করণ দেশে-বিদেশে প্রকাশ করেছে। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে বইটি প্রথম প্রকাশিত হয়।

'সি চিন পিং: রাষ্ট্র পরিচালনার নীতি' বইয়ের প্রথম ভলিউমে সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে ২০১৪ সালের ১৩ জুন পর্যন্ত সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ১৮টি অধ্যায়ে ৭৯টি ভাষণ, বৈঠক, বক্তব্য, প্রশ্ন-উত্তর, নির্দেশনা ও বিভিন্ন বাণী রয়েছে।

প্রথম ভলিউমটি চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, জার্মান ও জাপানিসহ ২৪টি ভাষায় মোট ২৭টি সংস্করণ প্রকাশিত হয়েছে।

এ বইয়ে সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা তুলে ধরা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সমাজের কাছে চীন ও সিপিসি'র কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে। বইটি আন্তর্জাতিক সমাজের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040