কমছে প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা
  2018-01-28 15:34:07  cri
জানুয়ারি ২৮: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কমছে। ভারতের ইংরেজি সাময়িকী ইন্ডিয়া টুডের সাম্প্রতিক এক জনমত জরিপে এ তথ্য তুলে ধরা হয়েছে। জরিপে বলা হয়েছে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে।

ইন্ডিয়া টুডের জরিপে দেখা যায়, গত এক বছরে মোদির জনপ্রিয়তা কমেছে ১২ শতাংশ। পাশাপাশি রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেড়েছে ১০ শতাংশ। ২০১৪ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের সংসদে মোদির দল বিজেপি পেয়েছিল ২৮২টি আসন। আর রাহুল গান্ধীর কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন।

জরিপে আরো বলা হয়, ভারতে নোট বাতিল এবং জিএসটি চালুর সিদ্ধান্তই মোদির জনপ্রিয়তা কমে যাওয়ার প্রধান কারণ। এ ছাড়া অন্য কারণগুলোর মধ্যে রয়েছে সাম্প্রদায়িকতার রাজনীতি, বেকার সমস্যা ও দ্রব্যমূল্য বৃদ্ধি। খবর প্রথম আলোর।

(তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040