চীন-জাপান সম্পর্ক স্বাভাবিক করতে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য জাপানকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর তাগিদ
  2018-01-28 15:31:07  cri
জানুয়ারি ২৮: চীন-জাপান সম্পর্ক স্বাভাবিক করতে টোকিওকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার জন্য তাগিদ দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ (রোববার) বেইজিংয়ে ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো কনো। এ সময় এ আহ্বান জানান তিনি।

ওয়াং ই বলেন, চীন-জাপান সম্পর্ক স্বাভাবিক পথে ফিরিয়ে আনার জন্য জাপানের উচিত বাস্তব পদক্ষেপ নিয়ে চীনের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালানো।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই প্রথম চীন সফর করছেন তারো কনো।

বৈঠকে ওয়াং ই বলেন, চলতি বছর চীন-জাপান শান্তিপূর্ণ বন্ধুত্বের চুক্তি স্বাক্ষরের ৪০তম বার্ষিকী। দুদেশের সম্পর্কে এর গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। চীন-জাপান সম্পর্ক উন্নয়ন দুদেশের স্বার্থের জন্য সহায়ক। বর্তমানে চীন-জাপান সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির পাশাপাশি বেশকিছু বাধা রয়েছে। চীন-জাপান সম্পর্কে অগ্রগতি অর্জিত না হলে তা পিছিয়ে যাবে। সম্প্রতি চীনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে জাপান। বিশেষ করে কংগ্রেসে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের ভাষণকে স্বাগত জানায় চীন। দুদেশ যৌথভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করে বলে জানান ওয়াং ই।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040