দাভোস ফোরামে প্রেসিডেন্ট সি'র ভাষণের এক বছর পূর্তি: চীনের বক্তব্য প্রতিফলিত হয়েছে
  2018-01-27 18:52:19  cri
জানুয়ারি ২৭: এক বছর আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক অধিবেশনে মূল ভাষণ দিয়েছেন। সেখানে বিশ্বের অর্থনৈতিক সমস্যা সমাধানে 'চীনের প্রস্তাব' উত্থাপন করেন প্রেসিডেন্ট সি। প্রেসিডেন্টের ওই বক্তব্য বিশ্বায়ন প্রক্রিয়ায় দিক-নির্দেশনা দেয়। সম্প্রতি বার্তাসংস্থা সিনহুয়া এক প্রবন্ধে এসব কথা বলেছে। প্রবন্ধে বলা হয়, গত এক বছরে বিশ্বায়নের ক্ষেত্রে অনেক বাধা এসেছে। এক্ষেত্রে চীনা প্রস্তাব ছিলো অন্ধকারে বাতিঘর! বিশ্ব অর্থনীতি ও বিশ্বায়ন ব্যবস্থা উন্নয়নে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনের ধারণা দেন। যা বৈশ্বিক প্রশাসন, সংস্কার এবং মানব জাতির অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট সি দাভোস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে 'যৌথভাবে বৈশ্বিক উন্নয়ন' শিরোনামে মূল ভাষণ দেন। তাতে বিশ্বের সমস্যা ও আমাদের দায়িত্ব-সংক্রান্ত নানা ইস্যুতে ধারাবাহিক পরামর্শ দেন সি চিন পিং। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ পথনির্দেশ করেছে, সবার মনে আশা যুগিয়েছে এবং আস্থা বাড়িয়েছে। বড় দেশ হিসেবে চীনের দায়িত্ব প্রতিফলিত হয়েছে। এক বছর পরও প্রেসিডেন্ট সি'র সেই ভাষণ ও চিন্তাধারার প্রয়োজনীয়তা দেখা যায়। এবারের দোভাস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক অধিবেশনে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস স্কওয়াচ সি চিন পিংয়ের ভাষণকে চীন ও বিশ্ব সম্পর্কের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, মানবজাতির অভিন্ন চ্যালেঞ্জের মুখে সি চিন পিংয়ের উত্থাপিত উন্মুক্ত ও সমন্বিত চিন্তাধারা প্রভাব বিস্তার করেছে। মানুষ জলবায়ু পরিবর্তন, সাইবার উন্নয়ন ও 'এক অঞ্চল, এক পথ'সহ নানা ক্ষেত্রে চীনের ভূমিকা দেখেছে। পাশাপাশি বাণিজ্য ও পুনর্ব্যবহার অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীন। (রুবি/তৌহিদ)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040