ঘৌতা এলাকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরীয় সরকার ও বিরোধী গোষ্ঠী
  2018-01-27 18:50:33  cri
জানুয়ারি ২৭: সিরীয় সরকার ও সরকার বিরোধী গোষ্ঠীর প্রতিনিধিরা গতকাল (শুক্রবার) ভিয়েনায় দামেস্কের পূর্বাঞ্চলীয় ঘৌতার পূর্বাঞ্চলে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী ওই এলাকার পূর্বাঞ্চলে সংঘাতময় বিভিন্ন পক্ষ দামেস্ক সময় শনিবার মধ্যরাত ১২টা থেকে সার্বিক যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে এবং সেখানে মানবিক ত্রাণের অনুমোদন দেবে। সরকারি বাহিনী ও সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী বন্দী বিনিময় করবে বলেও জানানো হয়।

গত ২৫ ও ২৬ জানুয়ারি ভিয়েনায় সিরীয় সংকট নিয়ে নতুন দফা শান্তিবৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ মহাসচিবের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরা সিরীয় সরকারের প্রতিনিধি বাশার-আল-জাফারি এবং বিরোধী গোষ্ঠীর নেতা নাসর আল-হারিরির সঙ্গে বৈঠক করেন।

শান্তিবৈঠকের আগে মিস্তুরা বলেন, রাজনৈতিকভাবে সিরীয় সংকট মোকাবিলার সন্ধিক্ষণে ভিয়েনায় নবম শান্তিবৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আশার আলো দেখা গেছে।

উল্লেখ্য, ঘৌতার পূর্বাঞ্চল সরকার বিরোধী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ঘাঁটি। এলাকাটি চার বছর ধরে নিয়ন্ত্রণে রেখেছে সরকারি সেনারা। সেখানে চার লাখ মানুষ আটকে রয়েছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040