অভিবাসী সংস্কার কাঠামো প্রকাশ করেছে হোয়াইট হাউস
  2018-01-27 18:00:38  cri
জানুয়ারি ২৭: বৃহস্পতিবার নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ ইস্যুতে ডেমোক্রেটিক পার্টির সমর্থন আদায়ের জন্য এ পরিকল্পনায় ১৮ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির জন্য কংগ্রেসের কাছে ২৫০০ হাজার কোটি ডলার চেয়েছে হোয়াইট হাউস। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রায় এক কোটি দশ লক্ষ অবৈধ অভিবাসীর বিরুদ্ধে অভিযান চালাতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে আরও শক্তিশালী করার প্রস্তাব দেওয়া হয়েছে। একসময় শিশু অবস্থায় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আনা অসংখ্য শিশুকে যুক্তরাষ্ট্রে থাকা, লেখাপড়া ও চাকরি করার সাময়িক অনুমতি দিতে ২০১২ সালে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল বা ‘ডাকা’ নামে কর্মসূচি চালু করা হয়। এদের বেশিরভাগই এসেছে মেক্সিকো, এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাস থেকে। নতুন পরিকল্পনায় মার্কিন নাগরিকদের শুধুমাত্র স্বামী বা স্ত্রী ও শিশু সন্তানদের ভিসা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তারা অন্যান্য আত্মীয়স্বজনের জন্য আবেদন করতে পারবেন না। ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনায় ‘ডিভি লটারি' কর্মসূচি বাতিলের প্রস্তাব করা হয়েছে। ১৯৯০ সালে এটি শুরু হয়েছিল। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব কংগ্রেসে পেশ করা হবে। (শিশির/তৌহিদ/রুবি)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040