ফিলিস্তিন-ইসরাইল আলোচনায় জেরুসালেম ইস্যু থাকতে হবে: রিয়াদ আল মালিকি
  2018-01-26 18:30:22  cri
জানুয়ারি ২৬: ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, ইসরাইলের সঙ্গে যে-কোনো ধরনের শান্তি-আলোচনায় জেরুসালেমের মর্যাদার ইস্যুটি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। ফিলিস্তিন-ইসরাইল পরবর্তী শান্তি-আলোচনায় জেরুসালেম ইস্যু স্থান পাবে না মর্মে ডোনাল্ড ট্রাম্প যে-মন্তব্য করেছেন, তারই প্রেক্ষাপটে মালিকি এ-কথা বললেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠককালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উক্ত মন্তব্য করেন। তিনি আরও বলেন, পুনরায় শান্তি-আলোচনায় ফিরে না-আসা পর্যন্ত ফিলিস্তিনকে দেয় অর্থও আটকে রাখবে তার দেশ।(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040