'চীনের উত্তর মেরুসংক্রান্ত নীতি' শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত
  2018-01-26 18:00:40  cri
জানুয়ারি ২৬: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয় আজ (শুক্রবার) 'চীনের উত্তর মেরুসংক্রান্ত নীতি' শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করেছে। এটি উত্তর মেরু সম্পর্কে চীনের নীতির ওপর প্রকাশিত প্রথম শ্বেতপত্র।

শ্বেতপত্রে শব্দের সংখ্যা ৯ হাজার। ভূমিকা ও উপসংহার ছাড়া, শ্বেতপত্রে চারটি অংশ রয়েছে। এই চারটি অংশের শিরোনাম হচ্ছে: উত্তর মেরুর পরিস্থিতি ও পরিবর্তন; চীন ও উত্তর মেরুর সম্পর্ক; উত্তর মেরুতে চীনের নীতিগত লক্ষ্য ও মৌলিক নিয়ম; এবং উত্তর মেরুতে চীনের কর্মকাণ্ড।

শ্বেতপত্রে বলা হয়েছে, অর্থনৈতিক বিশ্বায়ন ও আঞ্চলিক একীকরণকে এগিয়ে নেওয়ার পটভূমিতে, কৌশল, অর্থনীতি, বৈজ্ঞানিক গবেষণা, চ্যানেল ও সম্পদসহ বিভিন্ন ইস্যুতে উত্তর মেরুর গুরুত্ব দিন দিন বাড়ছে। এর ওপর আন্তর্জাতিক সমাজও গুরুত্বারোপ করছে।

শ্বেতপত্রে আরও বলা হয়েছে, উত্তর মেরু পরিচালনায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অংশগ্রহণ ও অবদান দরকার। চীন উত্তর মেরুর ব্যাপারে সক্রিয় এবং এর উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। সম্মান, সহযোগিতা, অভিন্ন কল্যাণ ও টেকসই নীতির ভিত্তিতে বিভিন্ন পক্ষের সঙ্গে চীন সক্রিয়ভাবে উত্তর মেরুতে পরিবর্তনসংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করতে ইচ্ছুক। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে যৌথভাবে উত্তর মেরুর শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ের জন্যও কাজ করে যেতে আগ্রহী। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040