ভালোবাসা
  2018-01-26 15:52:57  cri



সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়।' আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা এবং ...।

(গান ১)

মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা প্রথমে আপনাদেরকে মো ওয়েন ওয়েই (কেরেন মোক)-এর কণ্ঠে 'ভালোবাসা' নামের গান শোনাবো। কেরেন মোক হলেন চীনের হংকংয়ের কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কেরেন মোকের সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম। আপনাদের অবশ্যই মনে আছে। 'ভালোবাসা' গানটি আমার প্রিয় একটি গান। গানটি ২০০২ সালে প্রকাশিত হয়।

তৌহিদ: এ গানে বলা হয়েছে, তুমি কি মনে করো যে, গ্রীষ্মের গরমে বাতাসে বাষ্পে মিশে গেছে! শব্দ ফ্যাঁসফ্যাসে হয়েছে! ফুলের পর ফল হয় নি! যত্নের অভাব হয়েছে! আমরা এখন অনেক অজুহাদ দেই, ক্ষতচিহ্ন গোপন করি। কারণ আমি তোমার কথা বুঝতে পারি। আমার ভয় হয়, নিজের মুখোমুখি হতে। আমার সদিচ্ছা একাকী হারিয়ে যায়। কারণ তুমি সবসময় আমাকে মনে করিয়ে দাও। আগের বিষয় কখনো হারিয়ে যাবে না। এ ধরণের ভালবাসা কখনো আমার হবে না। আমি তোমাকে ভালো না বাসলে হারিয়ে যেতে পারবো না। স্মৃতির পেরেক আমাকে স্থির করেছে। কারণ তুমি সবসময় অটল রয়েছো। যদিও আমি বিশ্ব পেয়েছি, তবুও এসব সুখ আমার না। যে সুখ আমি পাইনি, তা কে পেয়েছে!

আচ্ছা, বন্ধুরা, চলুন গানটি শুনি।

(গান ২)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'ভালোবাসা' গানটি। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের একটি ব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ব্যান্ডের নাম হল সোডাগ্রিন। উ ছিং ফেং, শি জুন ই, সিয়ে সিন ই, কং ইউ ছি, লিউ চিয়া খাই, হো চিং ইয়াং এ ব্যান্ড প্রতিষ্ঠা করেন। তারা বিশ্ববিদ্যালয়ে পাঠের সময় ব্যান্ড দল গড়ে তোলেন। ২০০৪ সালে তারা প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে সোডাগ্রিন তাইওয়ানের ২১তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ ব্যান্ডের মর্যাদা লাভ করেন। ২০১৩ সালে সোডাগ্রিনের প্রকাশিত অ্যালবাম ওই বছরে আইটিউনস স্টোরের শ্রেষ্ঠ অ্যালবামের মর্যাদা পায়। ২০১৬ সালে সোডাগ্রিন ২৭তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ ম্যান্ডারিন অ্যালবাম, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ গানের কথা লেখক ও শ্রেষ্ঠ অ্যালবাম প্রয়োজকের পুরস্কার লাভ করেন। ২০১৭ সালে সোডাগ্রিন তিন বছর বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজকের অনুষ্ঠানে আমি সোডাগ্রিনের কণ্ঠে 'ছোট্ট প্রেমের গান' গানটি শোনাবো।

তৌহিদ: এটি হলো একটি সহজ প্রেমের গান। গানে আমারদের মনের সাদা কবুতর পাখা মেলেছে। আমার মনে হয় যে, আমি একজন কণ্ঠশিল্পী হিসাবে খুব উপযুক্ত। যুব বাতাসে উড়ছে। তুমি জানো যে ভারি বৃষ্টিতে সব শহর বিলীন হয়ে গেলে আমি তোমাকে আলিঙ্গন করবো। তোমার পিছনের ছায়া দেখে আমি কবিতা লিখেছি। এমনকি সমগ্র পৃথিবী হারিয়ে গেলেও আমিও পালিয়ে যাবো না। আমি তখন নিজের অভিজ্ঞতা ও ভাবনাগুলো কবিতায় লিখবো।

আচ্ছা, বন্ধুরা, চলুন গানটি শুনি।

(গান ৩)

মুক্তা: বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে 'আনহে ছিয়াও' নামের গান শোনাতে চাই। গেয়েছেন সং দং ইয়ে। গানের শিরোনাম 'আনহে' মানে শান্ত, 'ছিয়াও' মানে সেতু। তিনি ১৯৮৭ সালের ১০ নভেম্বরে বেইজিংয়ে আনহে সেতু'র কাছে জন্মগ্রহণ করেন। তিনি একজন লোকগানের শিল্পী ও সংগীত প্রযোজক। ২০০৯ সাল থেকে তিনি ওয়েবসাইটে সংগীত প্রকাশ শুরু করেন। ২০১২ সালে তিনি প্রথম ইপি প্রকাশ করেন। ২০১৩ সালের অগাস্টে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন।

তৌহিদ: আনহে ছিয়াও গানের কথা এমন, 'তোমাকে আরো দেখবো, দক্ষিণ থেকে উত্তরে। তুমি আরেক বার বলবে, সেদিনের মেয়ে ও ঘাম মুছে দেওয়া পুরুষের গল্প। আমি জানি, গ্রীষ্মকাল তরুণের মত চলে গেছে এবং ফিরে আসবে না। আমি শহরে তোমার স্মৃতি স্মরণ করি। আমি আরেকবার শরত্কালের মদ্যপান করতে চাই, এরপর দক্ষিণে যাবো। অচিরেই আমি আরেকবার শুনতে চাই। সবচেয়ে সুন্দর কথা হলো, তোমার জন্য বাড়িতে অপেক্ষা করছি। আমি তোমার অপেক্ষা করছি। আমি জানি, সে গ্রীষ্ম তোমার মতো ফিরে আসবে না। আমি কারো জন্য অপেক্ষা করবো না। আমি জানি, এ বিশ্বে প্রতিদিন দুঃখের ঘটনা ঘটে। তাই তুমি ভালো থাকবে, বিদায় নেবে।'

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'আনহে ছিয়াও' গানটি। এখন আমি আপনাদেরকে একজন নারী কণ্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন ওয়াং সিন লিং (সিন্ডি ওয়াং)। তিনি ১৯৮২ সালের ৫ সেপ্টেম্বর চীনের তাইওয়ানের সিনচু জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি একজন আইডল গায়িকা। ২০০৪ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। এখন পর্যন্ত তিনি মোট ১১টি অ্যালবাম প্রকাশ করেছেন। তিনি একজন অভিনেত্রীও বটে। তার পরিবেশিত টিভি সিরিজ সারা চীনে খুবই জনপ্রিয়। আজকের অনুষ্ঠানে আমি তার কণ্ঠে 'সেই গ্রীষ্মকালে শান্ত সমুদ্র' নামের গান শোনাতে চাই।

তৌহিদ: 'সেই গ্রীষ্মকালে শান্ত সমুদ্র' গানের কথা এমন।

'তখন আমরা প্রতিদিন একসঙ্গে থাকতাম। কোনো দূরত্ব ছিল না। আমরা আশা করেছিলাম, সারা বিশ্ব আমাদের সম্পর্ক জানতে পারবে। কিন্তু আমরা অনেক তরুণ ছিলাম, সুখ ও দু:খের মতো। আজ তোমাকে দেখছি; গতকাল তুমি কোথায় গিয়েছিলে? সেই গ্রীষ্মকালে আমরা শান্ত সমুদ্রে লুকিয়েছিলাম। এ শীতকালে তুমি নেই। আমার হৃদয় শূন্য। তোমার সঙ্গে দেখা হলে আমি কত আনন্দ পাই। আমি এখন বুঝেছি যে, স্মৃতি বাস্তবতার চেয়েও আরো সুন্দর। তাই কখনো বলোনা বিদায়।'

আচ্ছা বন্ধুরা, চলুন গানটি শুনি।

‌মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'সেই গ্রীষ্মকালে শান্ত সমুদ্র' শিরোনামের গানটি। আশা করি, গানটি সবাই পছন্দ করেছেন। শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন শোনাবো কয়েকটি বাংলা গান। আশা করি আপনাদের ভালো লাগবে।

(বাংলা গান)

তৌহিদ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মুক্তা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040