৮ থেকে ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে ২০১৮ বোআও এশিয়া ফোরাম
  2018-01-26 13:32:21  cri
জানুয়ারি ২৬: ২০১৮ সালের বোআও এশিয়া ফোরাম আগামী ৮ থেকে ১১ এপ্রিল চীনের হাইনান প্রদেশের বোআওতে অনুষ্ঠিত হবে। এবারের ফোরামে 'উন্মুক্ত ও নব্যতাপ্রবর্তনের এশিয়া, সমৃদ্ধ উন্নয়নের বিশ্ব' বিষয়য় নিয়ে আলোচনা করবেন দেশ বিদেশের অতিথিরা।

বোআও এশিয়া ফোরামের মহাসচিব চৌ ওয়েন চুং বলেন, বিশ্বায়নবিরোধিতা,বাণিজ্য ও পুঁজি বিনিয়োগে সংরক্ষণবাদ বৃদ্ধি এবং বিশ্বায়নের আঞ্চলিক দুর্বলতার প্রেক্ষাপটে এশিয়া ও বিশ্বে এখন যেকোনো সময়ের চেয়ে আরো বেশী উন্মুক্তকরণ,সংযুক্তি,সহনশীলতা ও ভারসাম্য প্রয়োজন। তাই ২০১৮ সালের বোআও ফোরামে 'বিশ্বায়ন ও এক অঞ্চল, এক পথ', 'উন্মুক্ত এশিয়া', 'নব্যতাপ্রবর্তন' ও 'সংস্কারের মধ্য দিয়ে নতুন যাত্রা' এই চারটি ভাগে ৬০টিরও বেশি সেমিনার অনুষ্ঠিত হবে।

ফোরামের উদ্দেশ্য নিয়ে চৌ বলেন, বোআও বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে এশিয়া এবং ইউরোপ-আমেরিকার শিল্পপতিরা কিছু কিছু বিষয়ে মতৈক্যে পৌঁছাতে সক্ষম হবেন বলে আশা করা যায়।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040