'চীনের উত্তর মেরু নীতি' সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশিত
  2018-01-26 12:00:18  cri
জানুয়ারি ২৬: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (শুক্রবার) বেইজিংয়ে 'চীনের উত্তর মেরু নীতি' সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করেছে। উত্তর মেরু নীতি সম্বন্ধে এটি চীন সরকারের প্রকাশিত প্রথম শ্বেতপত্র।

চীন উত্তর মেরু স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পক্ষ। শ্বেতপত্রে উত্তর মেরু ব্যাপারে চীনের অংশগ্রহণের নীতিগত লক্ষ্য, মৌলিক ও প্রধান নীতি বর্ণনা করা হয়েছে।

শ্বেতপত্রে বলা হয়েছে, উত্তর মেরুর পরিচালনায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অংশগ্রহণ ও অবদান দরকার। চীন উত্তর মেরু ব্যাপারে সক্রিয় অংশগ্রহণকারী,নির্মাণকারী ও অবদানকারী। এতে বলা হয়, 'সম্মান, সহযোগিতা, সকলের কল্যাণ ও টেকসই' নীতিতে বিভিন্ন পক্ষের সঙ্গে চীন সক্রিয়ভাবে উত্তর মেরুর পরিবর্তনে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করতে ইচ্ছুক। চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে উত্তর মেরুর শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন রক্ষা এবং এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040