থেরিসা মের আসন্ন চীন সফর চীন-ব্রিটেন সম্পর্ক গভীরতর করবে: বেইজিং
  2018-01-25 18:51:05  cri
জানুয়ারি ২৫: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিসা মে'র আসন্ন চীন সফর দু'দেশের সম্পর্ককে আরও মজবুত ও গভীরতর করবে। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-মন্তব্য করেন।

আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফর করবেন জানিয়ে হুয়া ছুন ইং বলেন, ২০১৭ সাল ছিল চীন-ব্রিটেন রাষ্ট্রদূত পর্যায়ের সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী। প্রধানমন্ত্রী থেরিসা মে'র সফর হবে ২০১৫ সালে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ব্রিটেন সফরকালে ২১ শতাব্দীর বৈশ্বিক সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক চিহ্নিত হবার পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেরিসা মে'র প্রথম চীন সফরও বটে। এই সফর নতুন পরিস্থিতিতে চীন-ব্রিটেন সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

মুখপাত্র আরও বলেন, দু'দেশের সম্পর্কের উন্নয়নকে গুরুত্ব দেয় চীন। বেইজিং আশা করে, থেরিসা মে'র আসন্ন সফর দু'পক্ষের পারস্পরিক আস্থা গভীরতর করবে এবং বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা বাড়াবে।

উল্লেখ্য, সফরকালে থেরিসা মে বেইজিং ছাড়া, শাংহাই ও উ হান পরিদর্শন করবেন।(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040