চীনের আর্থিক নীতির ভূয়সী প্রশংসা করেছেন দাভোসে অংশগ্রহণকারী প্রতিনিধিরা
  2018-01-25 18:39:21  cri
জানুয়ারি ২৫: চীনা আর্থিক নীতির ভূয়সী প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের দাভোসে শুরু-হওয়া ৪৮তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সম্মেলনে চীনা আর্থিক নীতি তুলে ধরেন সিপিসি-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পার্টির অর্থ শীর্ষগ্রুপের মহাপরিচালক লিউ হ্য।

বক্তব্যে লিউ হ্য বলেন, চলতি বছর চীনা সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী। সংস্কার ও উন্মুক্তকরণ ব্যবস্থার কারণেই বিগত ৪০ বছর ধরে দ্রুতগতিতে চীনে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে। ভবিষ্যতে উচ্চমানের উন্নয়ন সুনিশ্চিত করতেও এই ব্যবস্থাকে কাজে লাগাতে হবে।

লিউ হ্য-র বক্তব্য শুনে যুক্তরাষ্ট্রে চীনা অর্থনৈতিক গোষ্ঠীর চেয়ারম্যান লিউ ইয়ু হুয়ান বলেন, সংস্কার ও উন্মুক্তকরণ চীনের উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি করেছে।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ মোকাবিলায় চীনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। তিনি বলেন, চীনে দূষণ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেশটির প্রাকৃতিক পরিবেশও অনেক উন্নত হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে চীন। এ-ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা থেকে অন্য দেশগুলোও শিখতে পারে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040