২০১৭ সালের দাভোস সম্মেলনে দেওয়া সি চিন পিংয়ের ভাষণের বিশেষ তাত্পর্য রয়েছে: পিপল্‌স ডেইলি
  2018-01-25 18:20:26  cri
জানুয়ারি ২৫: চীনের পিপল্‌স ডেইলি পত্রিকা বলেছে, ২০১৭ সালে দাভোস সম্মেলনে প্রেসিডেন্ট সি চিন পিং যে-ভাষণ দিয়েছিলেন, চলতি দাভোস সম্মেলনের প্রেক্ষাপটে তার বিশেষ গুরুত্ব রয়েছে। ২০১৭ সালের সম্মেলনে প্রেসিডেন্ট সি 'মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা'র কথা বলেছিলেন। আর চলমান দাভোস সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে 'বিভক্তির বিশ্বে অভিন্ন ভাগ্য সৃষ্টি করা'। বস্তুত এই দুটি ধারণা একই।

পিপল্‌স ডেইলি আরও বলেছে, গতবারের দাভোস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিন পিং 'যুগের দায়িত্ব যৌথভাবে বহন করা এবং যৌথভাবে বৈশ্বিক উন্নয়নকে এগিয়ে নেওয়া'র কথাও বলেছিলেন। তিনি বলেছিলেন, অর্থনীতির বিশ্বায়ন জোরদার করতে হবে; অর্থনীতির বিশ্বায়ন-প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিতে হবে; অর্থনৈতিক প্রবৃদ্ধির রূপান্তর দ্রুততর করতে হবে; এবং উন্মুক্ত ও কল্যাণকর সহযোগিতামূলক বৈশ্বিক সম্পর্ক গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৮তম বার্ষিক সম্মেলন গত মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040