টেলিফোনে সিরিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা মার্কিন ও রুশ পররাষ্ট্র মন্ত্রীর
  2018-01-25 14:48:14  cri
জানুয়ারি ২৫: মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন এবং রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ গতকাল (বুধবার) এক ফোনালাপে সিরিয়া সংঘর্ষসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেথার নুর্ট প্রকাশিত খবর অনুযায়ী, সিরিয়া বিষয়ে দু'পক্ষ রাশিয়ার প্রভাব কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা করেছেন, যাতে জেনিভা প্রক্রিয়ায় সিরিয় সরকারের গঠনমূলক ভূমিকা পালন নিশ্চিত করা যায়।

ইউক্রেন বিষয়ে টিলারসন বলেন, মার্কিন ও রুশ বিশেষ প্রতিনিধি সাক্ষাতে বসে আলোচনা করবে। তিনি দ্রুততার সাথে মিনস্ক চুক্তিতে দেয়া প্রতিশ্রুতি পালন করে ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘর্ষ তীব্রতর হবার পরিস্থিতি আয়ত্তে আনতে রাশিয়ার প্রতি আহ্বান জানান।

এছাড়া, দু'পররাষ্ট্র মন্ত্রী কোরীয় উপদ্বীপ পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।

(প্রেমা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040