যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ড্রোন হামালার অভিযোগ করেছে পাকিস্তান
  2018-01-25 14:04:36  cri
জানুয়ারি ২৫: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুরাম জাতি অধ্যুষিত এলাকায় গতকাল (বুধবার) মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন অভিযান দু'পক্ষের সন্ত্রাস দমন সহযোগিতা লঙ্ঘন করেছে বলে মনে করে পাক সরকার।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে সন্ত্রাস দমন বিষয়ক গোয়েন্দা তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে পাক সরকার,যাতে নিজের ভূভাগে নিজস্ব শক্তি দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর অভিযান চালানো সম্ভব হয়।

পাশাপাশি, পাকিস্তানে আফগান শরণার্থীদের যত দ্রুত সম্ভব প্রত্যাবসনের ওপর গুরুত্ব দেয় পাক সরকার,যাতে শরণার্থীদের মধ্যে সন্ত্রাসী থাকার সম্ভাবনা এড়ানো যায়।

পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার ভোরবেলায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ওরাকজাই জাতি অধ্যুষিত এলাকায় সন্দেহভাজন সশস্ত্র যোদ্ধাদের একটি গোপনীয় স্থানের ওপর মার্কিন ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে চরমপন্থী সংস্থা 'হাক্কানি নেটওয়ার্কের' একজন উর্ধ্বতন নেতা ও তাঁর অনুচর নিহত হয়।

(সুবর্ণা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040