সিরিয়ার রাসায়নিক অস্ত্র হামলায় রাশিয়ার বিরুদ্ধে মার্কিন অভিযোগ উস্কানিমূলক আচরণ: রুশ উপপররাষ্ট্রমন্ত্রী
  2018-01-25 13:59:47  cri
জানুয়ারি ২৫: সম্প্রতি সিরিয়ার রাসায়নিক অস্ত্র হামলায় রাশিয়া জড়িত বলে যুক্তরাষ্ট্র যে মন্তব্য করেছে,তা পুরোপুরি ভিত্তিহীন এবং সোচিতে সিরিয়া বিষয়ক জাতীয় সংলাপের আসন্ন সময়ে এমন বক্তব্য উস্কানিমূলক মনে করে রুশ সরকার। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই রিয়াবকোভ গতকাল (বুধবার) এসব মন্তব্য করেন।

গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলার্সন বলেছেন, সম্প্রতি সিরিয়ার পূর্ব গৌতায় রাসায়নিক অস্ত্রের হামলায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আসাদ সরকার অব্যাহতভাবে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করার ব্যাপারে রুশ সরকারের দায়িত্ব রয়েছে। তিনি আরো বলেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিস্তার প্রতিরোধ করতে ব্যর্থ রাশিয়ার এই সংকটের সমন্বয়েও অংশ নেওয়া উচিত নয়।

তাঁর মন্তব্যের জবাবে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াবকোভ বলেন, সিরিয় সরকারের রাসায়নিক অস্ত্র প্রয়োগের বিরুদ্ধে মার্কিন সরকারের অভিযোগ ভিত্তিহীন। প্রতিবার সিরিয়ার পরিস্থিতির জন্য সহায়ক গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্যোগ আয়োজনের প্রাক্কালে মিথ্যা তথ্য প্রকাশ করে মার্কিন সরকার। সিরিয়ার সংকট সমাধানে বিভিন্ন উদ্যোগ আয়োজনের সাথে রাসায়নিক অস্ত্র ঘটনার তদন্তের কোনো সম্পর্ক নেই। তিনি মার্কিন সরকারের এমন আচরণকে উস্কানিমূলক হিসেবে বর্ণনা করেন।

রিয়াবকোভ বলেন, মার্কিন সরকারের বিভিন্ন আচরণ অগ্রহণযোগ্য, এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাথে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ইস্যু নিয়ে আলোচনা করবে না রাশিয়া।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040