চীন এক পক্ষীয় বাণিজ্য সংরক্ষণবাদের বিরোধিতা করে
  2018-01-25 11:10:05  cri
জানুয়ারি ২৫: মার্কিন সরকার চীনের বিভিন্ন পণ্যের ওপর উচ্চ কর আরোপ করায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছুই থিয়ান খাই গতকাল (বুধবার) বলেছেন, চীন যে কোনো ধরনের একপক্ষীয় বাণিজ্য সংরক্ষণবাদের বিরোধিতা করে। নিজের বৈধ স্বার্থ রক্ষায় চীনের সংশ্লিষ্ট ব্যবস্থা নেয়ার অধিকার আছে।

স্থানীয় 'ইউএসএ টুডে' পত্রিকার সাথে এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। চীনা রাষ্ট্রদূত বলেন, চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক উভয়ের জন্য কল্যাণকর। পণ্য সমস্যায় দু'পক্ষের বিতর্ক থাকতে পারে। তবে দু'দেশের অর্থনীতি ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি বলেন, আমরা যে কোনো ধরনের বাণিজ্য যুদ্ধের বিরোধিতা করি, কারণ আমাদের বিশ্বাস, বাণিজ্য যুদ্ধ দু'পক্ষের জন্য শুধুই ক্ষতি ডেকে আনে।

তিনি বলেন, সঠিক উপায় হল বিশ্ব বাণিজ্য সংস্থার মত বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার কাঠামোয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা এবং বাণিজ্যকে আরো সম্প্রসারণ করা।

ছুই থিয়ান খাই আরো বলেন, সম্প্রতি চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক আরো বেশি রাজনৈতিক বাধার সম্মুখীন হচ্ছে। তা দু'দেশে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি বলেন, সংরক্ষণবাদ ব্যবস্থা নিজ দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধানে সহায়ক হবে না।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040