সিরিয়া পরিস্থিতি নিয়ে মার্কিন ও তুরস্কের প্রেসিডেন্টের ফোনালাপ
  2018-01-25 11:09:19  cri
জানুয়ারি ২৫: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান গতকাল (বুধবার) টেলিফোনে সিরিয়ার উত্তরাঞ্চলের আফরিন এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প তুরস্ককে সংযম বজায় রেখে মার্কিন-তুরস্ক বাহিনীর সংঘর্ষ এড়ানোর তাগিদ দিয়েছেন।

হোয়াটহাউস এদিন এক বিবৃতিতে বলেছে, ফোনে আফরিন এলাকার সহিংস পরিস্থিতি অবনতি হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, তা সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তুরস্কের যৌথভাবে আইএস দমনের যৌথ লক্ষ্যের ক্ষতি করবে।

ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র ও তুরস্কের উচিত তুরস্কের আইনানুগ নিরাপত্তা চাহিদা মোকাবিলার জন্য সহযোগিতা জোরদার করা। দু'পক্ষ সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল করা এবং সিরিয়ার অখণ্ডতা বজায় রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, তুরস্কের স্থল বাহিনী গত শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলের আফরিন এলাকায় সামরিক অভিযান শুরু করে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040