জুরিখে সুইস অর্থমন্ত্রীর সঙ্গে সিপিসি'র অর্থ শীর্ষগ্রুপের মহাপরিচালকের বৈঠক
  2018-01-24 18:00:04  cri
জানুয়ারি ২৪: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পার্টির অর্থ শীর্ষগ্রুপের মহাপরিচালক লিউ হ্য গতকাল (মঙ্গলবার) জুরিখে সুইজারল্যান্ডের অর্থমন্ত্রী উয়েলি মাওখার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ-সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হয়।

বৈঠকে লিউ হ্য বলেন, দু'দেশের শীর্ষনেতৃবৃন্দের যৌথ প্রচেষ্টায় চীন ও সুইজারল্যান্ডের পারস্পরিক রাজনৈতিক আস্থা লক্ষণীয়ভাবে জোরদার হয়েছে। এতে আর্থ-বাণিজ্যিক সহযোগিতাও গভীরতর হয়েছে।

তিনি আরও বলেন, গতবছর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সুইজারল্যান্ড সফর করেন এবং সুইস প্রেসিডেন্ট বেইজিংয়ে আয়োজিত 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা ফোরামে অংশ নেন। এর ফলে দু'পক্ষ আগের তুলনায় আরও কাছাকাছি এসেছে। এখন দু'দেশের উচিত, শীর্ষনেতৃবৃন্দের মতৈক্য কাজে লাগিয়ে, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

জবাবে সুইজারল্যান্ডের অর্থমন্ত্রী চীনা সরকার ও জনগণের অর্জিত মহাসাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, চীনের সঙ্গে অনেক ক্ষেত্রে সহযোগিতা চালাতে ইচ্ছুক তার দেশ। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040