চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের ইথিওপিয়া সফর
  2018-01-24 16:34:41  cri
জানুয়ারি ২৪: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের স্থায়ী উপ-প্র্রধান ও কেন্দ্রীয় রাজনীতি গবেষণালয়ের উপ-মহাপরিচালক ওয়াং সিয়াও হু'র নেতৃত্বে, সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনা-প্রচারবিষয়ক একটি প্রতিনিধিদল ২২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ইথিওপিয়া সফর করে।

দি ইথিওপিয়ান পিপলস্‌ রেভ্যুলুশনারি ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইপিআরডিএফ)-এর আমন্ত্রণে এই সফরকাল প্রতিনিধিদলটি সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনা ও সাফল্য ইথিওপিয়ার প্রধান রাজনৈতিক দলের সামনে তুলে ধরে। এ-সময় ইথিওপিয়ার বিভিন্ন মহল নতুন যুগে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারার ভূয়সী প্রশংসা করে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040