ইন্দোনেশিয়ার সঙ্গে সন্ত্রাসদমন খাতে সহযোগিতা বাড়াবে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  2018-01-24 16:23:33  cri
জানুয়ারি ২৪: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জ্যামস্‌ ম্যাটিস বলেছেন, ইন্দোনেশিয়া সন্ত্রাসদমন কাজে ভাল নৈপুণ্য দেখাচ্ছে। তাঁর দেশ এ-কাজে জাকার্তার সঙ্গে সহযোগিতা বাড়াবে। গতকাল (মঙ্গলবার) জাকার্তায় ইন্দোনেশীয় প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকশেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ-সব কথা বলেন।

ম্যাটিস বলেন, বিগত ১০ বছরে সন্ত্রাসবাদদমন ও নিরীহ নাগরিকদের জানমাল রক্ষাসহ বিভিন্ন কাজে ভাল নৈপুণ্য দেখিয়ে আসছে ইন্দোনেশীয় নিরাপত্তা বাহিনী। এ-অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্র শিখতে পারে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ একটি গুরুতর বৈশ্বিক সমস্যা। কোনো দেশের পক্ষে এককভাবে সন্ত্রাসবাদ দমন করা সম্ভব নয়। সন্ত্রাসদমনে যৌথ সহযোগিতা চালানোর জন্য তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপিন্সেরও প্রশংসাও করেন।

এর আগে ইন্দোনেশিয়ায় দু'দিনের সফরে গত রোববার জাকার্তায় পৌঁছান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040