এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের দু'বছর
  2018-01-24 15:54:48  cri
জানুয়ারি ২৪: ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চীনের এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) দু'বছর পার করে ফেলেছে। দু'বছরের মধ্যে ব্যাংকটির সদস্যসংখ্যা ৫৭ থেকে বেড়ে ৮৪টিতে দাঁড়িয়েছে। ১২টি দেশে ২৪টি অবকাঠামো নির্মাণ প্রকল্পে ইতোমধ্যে পুঁজি বিনিয়োগ করেছে ব্যাংকটি।

আজকের সংবাদ পর্যালোচনায় এ নিয়ে শুনবেন একটি প্রতিবেদন।

গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে এআইআইবি'র পরিচালক বোর্ড কুক দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, বেলারুশ এবং ইকুয়েডরকে সদস্য হিসেবে গ্রহণ করে এবং দেশ চারটির আবেদনের প্রেক্ষাপটে অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করে।

শুরুতে এআইআইবি'র সদস্যসংখ্যা ছিলো ৫৭টি। এখন এই সংখ্যা বেড়ে ৮৪টিতে দাঁড়িয়েছে। এটি হলো ব্যাংকটি চালু হওয়ার পর চতুর্থ বারের মতো সদস্য সংখ্যা বাড়ানো। এ সম্পর্কে চীনের আধুনিক আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক গবেষণালয়ের গবেষক ছেন ফোং ইং মনে করেন,

'যারা এই ব্যাংকটিতে যোগ দিতে চায় তাদের যার যার চিন্তাভাবনা আছে। তা হলো এর সুযোগসুবিধা। আমি মনে করি, সুযোগসুবিধা হলো অধিকাংশ দেশের এআইআইবিতে যোগ দেওয়ার প্রধান কারণ। অবকাঠামোতে পুঁজি বিনিয়োগের ক্ষেত্র অনেক বিশাল। বিশেষ করে এশিয়ায় অবকাঠামোর ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ অনেক বেশি। বিনিয়োগের চাহিদাও বেশি। 'এক অঞ্চল, এক পথ' ও এআইআইবি'র ঘনিষ্ঠ সংযোগের ফলে সম্প্রসারণের অবকাশ আরো ব্যাপক হবে বলে আমি মনে করি।'

প্রতিষ্ঠিত হওয়ার ২ বছরের মধ্যে এআইআইবি যেসব প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেছে তার সবগুলোই অবকাঠামো নির্মাণকে কেন্দ্র করে। গত বছরের ১১ ডিসেম্বর চীনের প্রতি এআইআইবি'র প্রথম প্রকল্প বেইজিংয়ে শুরু হয়। ২৫ কোটি মার্কিন ডলারের ঋণ প্রাকৃতিক গ্যাস সরবরাহ পাইপের নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে ব্যবহৃত হয়। এসব প্রকল্প বেইজিংয়ে নীল আকাশ বাস্তবায়নে সহায়ক হবে। তা ছাড়া, ভারতের পাতালরেল প্রকল্প ও ওমানের অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড নেটওয়ার্ক নির্মাণের দুটি প্রকল্পও একই সময় এআইআইবি'র অনুমোদন পেয়েছে।

এক পরিসংখ্যান থেকে জানা গেছে, দু'বছরের মধ্যে এআইআইবি'র অংশগ্রহণে অবকাঠামো নির্মাণ প্রকল্পের সংখ্যা ২৪টি। যা ১২টি দেশের সঙ্গে সম্পর্কিত। ঋণের মোট পরিমাণ ৪২০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। প্রকল্পের বিষয় বস্তির পুনর্নির্মাণ, বন্যা প্রতিরোধ, প্রাকৃতিক গ্যাস পাইপ নির্মাণ, হাইস্পিড সড়ক ও গ্রামীণ সড়ক, ব্রডব্যান্ড নেটওয়ার্ক এবং বৈদ্যুতিক ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। জ্বালানি, পরিবহন এবং শহরের নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষেত্রে মনোযোগ দিয়ে থাকে এআইআইবি। ছেন ফোং ইং জোর দিয়ে বলেন,

'এআইআইবি পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা গ্রহণ করেছে। যেমন, সরকার ও সামাজিক পুঁজির সহযোগিতায় বিনিয়োগ করা।'

উল্লেখ্য, ২০১৭ সালে এআইআইবি মোডিস, স্ট্যান্ডার্ড অ্যান্ড পোরস এবং ফিছ রেটিংসহ আন্তর্জাতিক তিনটি বড় রেটিং সংস্থার ৩এ রেটিং অর্জন করেছে। যা ভবিষ্যতে পুঁজি বিনিয়োগ ও সংগ্রহের দিকে নেতৃত্ব দেওয়া এবং বিশ্বায়নের উন্নয়নে বিশ্বের পুঁজি বিনিয়োগকারীদের আস্থা জোরদার করতে সক্ষম। এ প্রসঙ্গে ছেন ফোং ইং বলেন,

'এআইআইবি হলো পেশাগত, উচ্চ কার্যকর এবং দুর্নীতিমুক্ত একটি ব্যাংক। এটি হলো আন্তর্জাতিক তিনটি বড় রেটিং সংস্থার একইসঙ্গে সর্বোচ্চ রেটিং দেওয়ার কারণ। এটা সহজ নয়। দু'বছরব্যাপী পরিশ্রমের মাধ্যমে এআইআইবি কাজের মধ্য দিয়ে এ স্বীকৃতি লাভ করেছে।' (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040