বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন শুরু
  2018-01-24 14:31:59  cri

জানুয়ারি ২৪: বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৮তম বার্ষিক সম্মেলন গতকাল (মঙ্গলবার) সুইজারল্যান্ডের ডাভোসে শুরু হয়েছে। ভূকৌশল প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হবার প্রেক্ষাপটে এবারের সম্মেলনে "বিভক্তির বিশ্বে অভিন্ন ভাগ্য সৃষ্টি করা" প্রতিপাদ্য কেন্দ্র করে আন্তর্জাতিক সহযোগিতার তাত্পর্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও বিশ্ব অর্থনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সুইস ফেডারেল প্রেসিডেন্ট অ্যালেন বার্সেট বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তন, সন্ত্রাস দমন, শান্তি ও নিরাপত্তা ক্ষেত্রে বিশ্বের মতামতে বিভক্তি রয়েছে। ২০১৮ সাল আন্তর্জাতিক সহযোগিতা ও বহু পক্ষবাদ বর্ষ হওয়া উচিত।

তিনি প্রস্তাব দিয়েছেন যে, এক সাথে সংকট মোকাবিলা করার জন্য অধিকতরভাবে বিশ্বায়ন, বহু পক্ষবাদ ও অবাধ বাণিজ্য ত্বরান্বিত করার পাশাপাশি আরো ন্যায়সঙ্গত সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত।

(প্রেমা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040