সার্বিকভাবে সংস্কার গভীরতর করার নতুন সূচনায় নতুন অগ্রগতির ওপর গুরুতারোপ করেন সি চিন পিং
  2018-01-24 12:39:15  cri
জানুয়ারি ২৪: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সার্বিকভাবে সংস্কার গভীরতর নেতৃত্ব দলের দ্বিতীয় অধিবেশনে গতকাল (মঙ্গলবার) গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। চলতি বছর সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সূচনা বর্ষ ও বৈদেশিক সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী, তাই সংস্কার কর্মের গভীর তাত্পর্য রয়েছে। সংস্কার ও নব্যতাপ্রবর্তনের চিন্তাধারা নিয়ে চিন্তাভাবনার মুক্তকরণ এবং সার্বিকভাবে সংস্কার গভীরতর করার শক্তি নিয়ে নতুন সূচনায় নতুন অগ্রগতি অর্জন করবে বলে গুরুতারোপ করেছেন সি।

অধিবেশনে 'সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ সংস্কার চীন সরকারের পদক্ষেপ ও দায়িত্ব ভাগাভাগি প্রস্তাব', '২০১৮ সালে চীনের সার্বিকভাবে সংস্কার গভীরতর করা নেতৃত্ব দলের কর্মসূচি'সহ ধারাবাহিক দলিল গৃহীত হয়।

এছাড়া, অধিবেশনে সামাজিক দাতব্য কাজের তথ্য প্রকাশ জোরদার করা, দক্ষ শ্রমিকদের বেতন বৃদ্ধি,শহর ও গ্রামাঞ্চলের নাগরিকদের মৌলিক পেনশন বীমার সমন্বয়ী ব্যবস্থা গড়ে তোলা,কনফুসিয়াস ইনস্টিডিউটের সংস্কার উন্নত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নতুন সংস্কারের ব্যবস্থা নির্ধারণ করা হয়।২০১৮ সাল নতুন ঐতিহ্যিক সূচনায় দাঁড়িয়ে অব্যাহতভাবে সংগ্রামের গুরুত্বপূর্ণ বর্ষ। অব্যাহতভাবে সংস্কার বজায় রেখে গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের বাস্তব অগ্রগতি অর্জন করবে বলে গুরুত্বারোপ করা হয়েছে অধিবেশনে।(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040