নেপালে পর্যটন বিষয়ক চীনা ভাষা কোর্স সমাপ্ত
  2018-01-24 11:01:00  cri
জানুয়ারি ২৪: নেপালের পর্যটন মানব সম্পদের চীনা ভাষা শিক্ষা কোর্স গতকাল (মঙ্গলবার) সমাপ্ত হয়েছে।

এদিন নেপালের পর্যটন কমিশন ভবনে কোর্সের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। দেশটির সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের মহাসচিব মাহেশওর নিউপানে, নেপালে চীনের রাষ্ট্রদূত ইয়ু হুং অনুষ্ঠনে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ছয় মাস স্থায়ী এই কোর্সে নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন ব্যুরোসহ সরকারি বিভাগের ৪০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। এই কোর্সের উদ্দেশ্য শিক্ষার্থীদের চীনা ভাষার মান এবং চীনের সংস্কৃতি সম্বন্ধে তাদের উপলব্ধি উন্নত করা। যাতে চীন-নেপাল পর্যটন শিল্পের উন্নয়ন এগিয়ে নেয়া যায়।

চীনা রাষ্ট্রদূত ইয়ু হুং বলেন, ২০১৭ সালে অর্থ-বাণিজ্য, মানব সম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতায় অনেক নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। একই সময়ে নেপালে চীনা পর্যটকের সংখ্যা ছিল ১.৩ লাখ।

২০১৮ সালে দু'দেশের সম্পর্ক ও সহযোগিতা নতুন পর্যায়ে উন্নীত হবে বলে তিনি বিশ্বাস করেন।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040