শ্রীলংকা ও সিংগাপুরের অবাধ বাণিজ্য চুক্তি সই
  2018-01-24 10:29:52  cri
জানুয়ারি ২৪: শ্রীলংকা ও সিংগাপুর গতকাল (মঙ্গলবার) কলম্বোয় অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, সিংগাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং-এর উপস্থিতিতে, শ্রীলংকার উন্নয়ন কৌশল ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মালিক সামারাভিকরামা ও সিংগাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রী এস ইসওয়ারান নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

শ্রীলংকার প্রেসিডেন্ট কার্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি দু'দেশের তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি, আবাসন খাত, সেবা, পর্যটন, জ্বালানী ও লজিস্টিক্সসহ বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বিনিময়ে কল্যাণ এনে দেবে।

শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনার আমন্ত্রণে সিংগাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং গত সোমবার তাঁর তিনদিনব্যাপী শ্রীলংকা সফর শুরু করেছেন।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040