চীনের সরকারি কর্ম প্রতিবেদনের ওপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
  2018-01-24 09:51:24  cri
জানুয়ারি ২৪: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গত সোমবার বেইজিংয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং 'সরকারি কর্ম প্রতিবেদনের (খসড়া সংস্করণ)' ওপর বিশেষজ্ঞ, পন্ডিত ও শিল্প প্রতিষ্ঠান মহলের প্রতিনিধিদের মতামত ও প্রস্তাব শুনেন।

সভায় অংশ নেয়া প্রতিনিধিরা মনে করেন, অর্থনীতির স্থিতিশীল এবং সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রাখার সার্মথ্য আছে চীনের। বিভিন্ন মহলের প্রতিদ্বন্দ্বিতা শক্তি অব্যাহতভাবে জোরদার হচ্ছে।

লি খ্য ছিয়াং সভায় অংশ নেয়া সবার সঙ্গে গভীরভাবে মত বিনিময় করেন এবং সংশ্লিষ্ট বিভাগকে উত্থাপিত সকল প্রস্তাব নিয়ে গবেষণা করার নির্দেশ দেন। তিনি বলেন, চীনের অর্থনীতির গত বছরের উন্নয়ন স্থিতিশীল এবং সুষ্ঠু, যা অনুমানের চেয়ে ভালো। অর্থনীতি উন্নয়নের পরিমাণের উল্লেখযোগ্য বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক কাঠামো সুসংহত ও গুণগতমানের মুনাফাও বৃদ্ধি পেয়েছে। তবে, তিনি বলেন, বর্তমানে চ্যালেঞ্জও অনেক বেশি। আমাদের উচিত সার্বিকভাবে চীনের কমিউনিস্ট পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের মর্ম বাস্তবায়ন করা, সি চিন পিং-এর নতুন যুগের চীনের বৈশিষ্টময় সমাজতন্ত্র চিন্তাধারাকে নির্দেশনা হিসেবে প্রয়োগ করে স্থিতিশীল উন্নয়ন বজায় রাখা, সরবরাহ ক্ষেত্রের কাঠামোগত সংস্কার সম্প্রসারণ করা, সামষ্টিক নিয়ন্ত্রণের সুযোগ কাজে লাগানো, সংস্কার ও উন্মুক্তকরণের মাধ্যমে রূপান্তর তীব্রতর হওয়াকে ত্বরান্বিত করা, উচ্চ মানের উন্নয়নের নতুন পরিস্থিতি সৃষ্টি করা ও নতুন পদক্ষেপ নেয়া।

চীনের উপ প্রধানমন্ত্রী চাং কাও লি, ওয়াং ইয়াং এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040