বাণিজ্যে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণে সংযমী হতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ
  2018-01-23 18:03:41  cri
জানুয়ারি ২৩: বাণিজ্যে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণে সংযমী হতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ত্রাণ ও তদন্ত ব্যুরোর মহাপরিচালক ওয়াং হ্য চুন এ-তাগিদ দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত বহুপাক্ষিক নিয়ম মেনে চলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফোটোভোলটাইক পণ্য ও বড় আকারের ওয়াশিং মেশিন আমদানির ওপর যথাক্রমে ৪ ও ৩ বছর মেয়াদি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করায় ওয়াং হ্য চুন এ-মন্তব্য করলেন।

ওয়াং হ্য চুন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র বারবার ফোটোভোলটাইক পণ্য ও বড় আকারের ওয়াশিং মেশিন আমদানির ওপর বাণিজ্যিক বাধা সৃষ্টি করেছে। এ-ধরনের আচরণ শুধু যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্পের সামষ্টিক স্থিতিশীল উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, তা নয়; এতে সংশ্লিষ্ট পণ্যের বৈশ্বিক বাজারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক অর্থনীতির পুনরুজ্জীবনের ভিত্তি এখনও দুর্বল। এ-অবস্থা কাটিয়ে উঠতে বিভিন্ন দেশের যৌথ প্রচেষ্টা চালানো উচিত। সংরক্ষণবাদ অর্থনীতির ভারসাম্যপূর্ণ উন্নয়নের পথে বড় বাধা। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040