এআইআইবি পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে: পাক অর্থনীতিবিদ
  2018-01-23 16:30:03  cri
জানুয়ারি ২৩: এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) চালু হওয়ার পর বিগত দু'বছরে পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে। সম্প্রতি পাক অর্থনীতিবিদ ও রাওয়ালপিন্ডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য শিমাইল দাউদ সাংবাদিকদের কাছে এ-মন্তব্য করেন।

তিনি বলেন, পাকিস্তানের জ্বালানি ও বিদ্যুত, পরিবহন ও টেলিযোগাযোগ, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, কৃষি উন্নয়ন, পানি সরবরাহ ও স্বাস্থ্য, পরিবেশ রক্ষা, শহর উন্নয়ন, ও লজিস্টিকস্‌সহ বিভিন্ন খাতে তহবিল-সহায়তা দিয়েছে এআইআইবি।

দাউদ আরও বলেন, এশীয় দেশগুলোর মধ্যে অবকাঠামো খাতে ব্যবধান বিশাল। তাই এ-খাতের বাজারের ব্যাপক সুপ্তশক্তি রয়েছে। আন্তঃদেশীয় সড়ক, রেলপথ, তেল-পাইপ ও টেলিযোগাযোগ প্রকল্পে বিনিয়োগ করাকে বেশি গুরুত্ব দেয় এআইআইবি। এতে যে কেবল এশীয় দেশগুলোর যোগাযোগ-ব্যবস্থা উন্নত হবে তা নয়, অন্যান্য অঞ্চলের আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগ-ব্যবস্থাও উপকৃত হবে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040