'বিশ্বের আধুনিক পিয়ানো প্রিন্স'
  2018-01-23 15:57:26  cri

১৪ জানুয়ারি সন্ধ্যায় 'বিশ্বের আধুনিক পিয়ানো প্রিন্স', ফরাসি পিয়ানোবোদক রিচার্ড ক্লাইডারম্যানের নিউ ইয়ার কনসার্ট-২০১৮'র প্রেস কনফারেন্স বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ১০, ১১ ফেব্রয়ারি রিচার্ড ক্লাইডারম্যান মহ গণভবনে এসে দু'টি পিয়ানো কনসার্টে পারফর্ম করবেন। তাঁর প্রিয় ভক্তদের ক্লাসিকেল সঙ্গীত শুনাবেন।

'বিশ্বের আধুনিক পিয়ানো প্রিন্স' বলা হয় রিচার্ড ক্লাইডারম্যানকে। চমত্কার পিয়ানো বাজানো দক্ষতা ছাড়াও, চীনা সঙ্গীত জীবনধারায় পরিবর্তনও এনে দেন তিনি। চীনের পিয়ানো শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ায় তাঁর অবিরাম প্রচেষ্টা রয়েছে।

গত বেশ কয়েক দশকে চীনের শপিং মল ও রেস্টুরেন্টে প্রায়ই সঙ্গীত নিয়ে খেলা হয়। এর অধিকাংশ সঙ্গীত ক্লাইডারম্যান'র সঙ্গীতকর্ম।

প্রেস কনফারেন্সে ক্লাইডারম্যান সাংবাদিক ও অতিথিদের কাছে পিয়ানো পথে অর্জিত সাফল্য এবং তাঁর অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বে অনেক চমত্কার পিয়ানোবাদক আছে, এত বেশী ভক্ত তাকে পছন্দ করে, তিনি অনেক কৃতজ্ঞ বোধ করেন।

ক্লাইডারম্যান অনেক বিখ্যাত চীনা সঙ্গীতকর্ম পারর্ফম করেন। সেজন্য আরো বেশী চীনা মানুষ তাকে পছন্দ করে। প্রেস কনফারেন্সে ক্লাইডারম্যান বলেন, চীনা ঐতিহ্যগত সঙ্গীত এবং পপ সঙ্গীত অনেক ভাল লাগে তাঁর। তিনি অনেক চীনা লোক সংগীতশিল্পীর সঙ্গেও সহযোগিতা করেছেন। তাদের চমত্কার বাজানোর উচ্চ পর্যায়ের মূল্যায়ন করেন ক্লাইডারম্যান।

১৯৯২ সালে ক্লাইডারম্যান তাঁর প্রথম ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন। তখন থেকে উচ্চ পর্যায়ের পিয়ানো বাজানো মান এবং মঞ্চের জন্য ভালবাসা বজায় রাখেন তিনি।

বন্ধুরা, "পিয়ানো প্রিন্স: রিচার্ড ক্লাইডারম্যান" শিরোনামে সাংস্কৃতিক খবরটি এখানে শেষ। এবারে শুনুন চীন ও ইসরাইয়েলি নৃত্য দল প্রথম বারের মতো জেরুসালেমে যৌথভাবে সমসাময়িক নাচকর্ম 'কুং সেং' পারর্ফম করে শিরোনামে একটি সাংস্কৃতিক প্রবন্ধ।

১৬ জানুয়ারি সন্ধ্যায় চীন ও ইসরাইয়েলি নৃত্য দল প্রথমবারের মতো জেরুসালেমে যৌথভাবে সমসাময়িক নাচকর্ম 'কুং সেং' পারফর্ম করেছে। ইসরাইলের দর্শক তাদের অনুষ্ঠান অত্যন্ত পছন্দ করে। 'কুং সেং' সমসাময়িক নৃত্যকর্ম হলো রেশম পথ—আন্তর্জাতিক শিল্প দিবস ২০১৭ ও তৃতীয় বেইজিং আধুনিক নৃত্য শিল্প দিবসের সেরা নৃত্যকর্ম। বিস্তারিত শুনবেন সিআরআই'র প্রতিবেদনে।

যদিও জেরুসালেমে ঠাণ্ডা রাত, তথাপি জেরুসালেম থিয়েটারের কোন সীট খালি নেই। থিয়েটারের মঞ্চে চীন ও ইসরাইলের ১৪জন নর্তকী'র পারফর্মেন্স উপভোগ করেন ইসরায়েলি দর্শকরা। 'কুং সেং'র কোরিওগ্রাফার হলো ইসরায়েলী শিল্পী আইল দাদন।

গুকিন'র স্বরের সঙ্গে সঙ্গে একজন নৃত্যশিল্পী ছিন রাজবংশীয় আমলের সৈন্য ও ঘোড়ার টেরাকোটা'র মুখোশ পরে মঞ্চে প্রবেশ করেন। সংগীতের সাথে সাথে বিভিন্ন নর্তকী ছোট ছোট গ্রুপে মঞ্চে নাচ করেন।

ইসরায়েলি মেয়ে হাদাস পেলেদ এখন সিঙ্গ হুয়া বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল কোর্সে লেখাপড়া করছে। এবারের অনুষ্ঠান তাঁর অনেক ভাল লেগেছে। তিনি বলেন,

"এই শো উত্তেজনাপূর্ণ এবং বিশেষ আকর্ষণীয়। এতে চীনা ঐতিহ্য, শি আন শহরের ঐতিহ্য জানতে পেরেছি। আমার ভালো লেগেছে।"

৬০ বছর বয়সী মিকি ওল্লস সাংবাদিকদের বলেন, মঞ্চের একজন নর্তকী তাঁর মেয়ে। তাঁর মেয়ের জন্য গর্ব বোধ করেন তিনি। তিনি বলেন,

"আমার নিজের মেয়ে মঞ্চে পারফর্ম করেছে, তাঁর জন্য আমি গর্ব বোধ করি। আমি জানি কত পরিশ্রম করেছে সে। আমি বুঝতে পারি যে এ নাচটি তাঁর জন্য কত গুরুত্বপূর্ণ। আমি অনেক খুশী যে সাংস্কৃতিক বিনিময়ে তাঁর প্রচেষ্টা আছে।"

হিব্রু বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনের পরিচালক ওয়াং সি চৌ বলেন, আসলে আধুনিক নাচ আরও বিমূর্ত হয়। একই নৃত্যকর্মে বিভিন্ন শিল্পীর বিভিন্ন সংমিশ্রণ রয়েছে।

কোরিওগ্রাফার আইল দাদন বলেন, চীনের প্রাচীন শহর সি'আন তাকে সৃজনশীল অনুপ্রেরণা দিয়েছে। তিনি আশা করেন, এ নৃত্যকর্মে বিশ্বের সহাবস্থান সুসংহতভাবে দেখাবে। ইসরায়েলি সমসাময়িক নাচশিল্পী দল ইতোপূর্বে চীনের নর্তকীদের কোন সহযোগিতা করেনি। কিন্তু এবার প্রথম সহযোগিতায় অনেক সন্তুষ্ট কোরিওগ্রাফার আইল দাদন।

বেইজিং নাম্বার নাইন সমসাময়িক নাচ কোম্পানীর নর্তকী চান লি জানান, গত বছর 'কুং সেং' নিয়ে আমরা সি'আন ও বেইজিংয়ে পারফর্ম করেছি। অনেক জনপ্রিয়তা লাভ করেছি। এবারে আমরা ইসরাইলে এসেছি, স্থানীয় দর্শকরাও আমাদের নৃত্যকর্ম অনেক পছন্দ করেছে। আমরা খুবই খুশী। তাছাড়া ইসরাইলের নর্তকীদের সঙ্গে সহযোগিতা অত্যন্ত সুন্দর সহযোগিতার একটি অভিজ্ঞতা।

বন্ধুরা, বিশ্বের সাংস্কৃতিক পর্ব এখানেই শেষ। এখন শুনুন আমার সহকর্মী মহসীনের উপস্থাপনায় দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক পর্ব।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমত্কার পরামর্শ আশা করছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়ান। (জিনিয়া/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040