সিক্রেট সুপারস্টার
  2018-01-23 15:53:40  cri
বাংলাদেশ- ভারত যৌথ প্রযোজনার ছবি অনুমোদনে নতুন প্রিভিউ কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

৮ সদস্য বিশিষ্ট কমিটির সবাইকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। কমিটির সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন- বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন। সদস্য হিসেবে আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের একজন উপসচিব, প্রযোজক ও পরিবেশক সমিতির সরকারি প্রশাসক রথীন্দ্রনাথ রায়, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। কমিটির সদস্যসচিব বিএফডিসির পরিচালক স্বপন কুমার ঘোষ।

গত বছরের শেষ দিকে চলচ্চিত্র পরিবারের আন্দোলনের মুখে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ সাময়িকভাবে স্থগিত করে নতুন নীতিমালা তৈরির ঘোষণা দেওয়া হয়।

গত বছরই ডিসেম্বরে যৌথ প্রযোজনার নীতিমালার প্রকাশ করা হয়। এবার প্রিভিউ কমিটির তালিকাও চূড়ান্ত করা হলো।

সম্মাননা প্রদান, নাটক মঞ্চায়ন আর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে চল্লিশ বছর পূর্তি উদযাপন করলো বাংলাদেশের পদাতিক নাট্য সংসদ।

এ উপলক্ষ্যে শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয় আনন্দানুষ্ঠানের। দলের প্রতিষ্ঠাতা সদস্য আবু মোহাম্মদ মুরতাইস কচির নামাঙ্কিত স্মারক সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে।

সংস্কৃতি অঙ্গণে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা পেয়েছেন নাট্যজন আলী যাকের ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী নার্গিস চৌধুরী এবং আইন পেশায় অবদানের জন্য বিচারপতি কাজী এবাদুল হক ও সিরাজুল ইসলাম খান (মরণোত্তর )।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবদুস সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী ও পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মদ গিয়াস। সভাপতিত্ব করেন দলপ্রধান সেলিম শামসুল হুদা চৌধুরী।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে পদাতিক নাট্য সংসদের বিভিন্ন নাটকের অংশবিশেষ নিয়ে কোলাজ পরিবেশন করা হয়। নাটকগুলোর মধ্যে ছিল 'জলবালিকা', 'পোড়ামাটি', 'সে', 'সোজনবাঁদিয়ার ঘাট'। এছাড়াও উৎসব উপলক্ষে জাতীয় নাট্যশালার লবিতে প্রদর্শন করা হয় দলটির ৪০ বছরের নথিপত্র ও মঞ্চস্থ নাটকের ছবি।

'নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার/ নাটক হোক জীবনের প্রকাশিত সত্য'-

এ প্রতিপাদ্যে ১৯৭৮ সাল থেকে পথচলা শুরু করে পদাতিক নাট্য সংসদ।

আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাট্যদল বিবর্তন-এর নাটক 'ব্রাত্য আমি মন্ত্রহীন'।

নাটকটির নির্দেশনায় আছেন ইউসুফ হাসান অর্ক। রচনায় সাধনা আহমেদ।

নাটকের অন্যতম প্রধান চরিত্র খ্যাপা বোষ্টমি চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

সাধনা জানান, এটি হবে নাটকটির তৃতীয় মঞ্চায়ন। এখন রিহার্সল চলছে। নাটকটিতে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করা বিবর্তনের সদস্যরা অভিনয় করছেন।

জমিদার পরিবার থেকে উঠে আসা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল লালনের। বাউলদের আখড়ায় রবীন্দ্রনাথের সাথে পরিচয় ঘটে খ্যাপা বোষ্টমির। বাউলদের সঙ্গে মিশে যেন মাটিতে নেমে এলেন ঠাকুর বাড়ির রবীন্দ্রনাথ।

তিনি খুঁজছিলেন জীবন দেবতা। অন্যদিকে লালনের সন্ধান ছিল মনের মানুষ। দুটো সন্ধানই কি এক? ধর্ম কি শুধুই প্রতিষ্ঠান? সংসার কি শুধুই বন্ধন না মুক্তি?

এসব প্রশ্নের উত্তর খুঁজেছে বিবর্তন নাট্যদলের নাটক 'ব্রাত্য আমি মন্ত্রহীন'।

আমির খাঁনের নতুন ছবি 'সিক্রেট সুপারস্টার' মাত্র দুই দিনেই চীনে ১০০ কোটি রুপির বেশী ব্যবসা করেছে।

ভারতের হিন্দুস্থান টাইমস জানায়, মুক্তির পর দুই দিনেই চীনে 'সিক্রেট সুপারস্টার' ১০০ কোটি ৫২ লাখ রুপি।

চীনে ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার । প্রথম দিনেই 'মি. পারফেকশনিস্ট' আমির খানের এই ছবি আয় করেছে ৪৩.৩৫কোটি রুপি, যা চীনে কোনো ভারতীয় সিনেমার একদিনে সর্বোচ্চ আয় ।

আমির খানের 'দঙ্গল' চীনে ১১০০ কোটি রুপি ব্যবসা করলেও ছবি মুক্তির দিনেই এত আয় করতে পারেনি ।

এই সিনেমার মাধ্যমে অভিনেতা আমির খানকে ছাড়িয়ে গেলেন প্রযোজক আমির খান ।

বলিউড চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক, তরণ আদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনে সদ্য মুক্তিপ্রাপ্ত জায়রা ওয়াসিম ও আমির খানের এই ছবির ব্যবসার কথা জানিয়েছেন ।

'দঙ্গল' সিনেমা মুক্তির পর আমির খান চীন-এ সুপরিচিত এক নাম। সিনেমাটি গত বছর এই দেশে আয় করেছিল ১১০০ কোটি রুপি ।

সেই ধারাবাহিকতায় সদ্যমুক্তিপ্রাপ্ত তার নতুন এই ছবিও বেশ আশা জাগায় ।

এর আগে আমিরের 'থ্রি ইডিয়ট', 'পিকে' সিনেমাগুলিও চীনে ব্যবসা সফল হয়েছিল।

৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা ঘোষণা করতে যাচ্ছেন ভারতের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরা।

গতবছর অস্কার মনোনয়ণ ঘোষণায় শ্রোতাদের চমকে দেবার জন্য নতুন পদ্ধতি নিয়েছিল কমিটি । এবারও রয়েছে তেমনকিছু চমক।

গতবছর চলচ্চিত্রের সর্বাধিক মর্যাদাপূর্ণ এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরে রেড কার্পেটে হেঁটে ভক্তদের মনজয় করেছিলেন প্রিয়াঙ্কা।

ভারতের গণমাধ্যমের খবরে প্রকাশ, ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা ঘোষণা করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপরা । এই কমিটিতে তাঁর সঙ্গে রয়েছেন রোজারিও ডওসন, মিশেল রডরিগেজ এবং রেবেল উইলসন ।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে আজই তিনি আনুষ্ঠনিকভাবে ঘোষণা করবেন ২০১৮-র সম্ভাব্য অস্কার প্রাপকদের নাম । সম্প্রতি এই ঘোষণা-দৃশ্যের শ্যুটিং শেষ হয়েছে ।

অ্যাকাডেমির ইন্সটাগ্রাম একাউণ্টে রুপালি আর কালো পোশাক পরা ঘোষিকা প্রিয়াঙ্কার বেশকিছু ছবিও প্রকাশ করা হয়েছে।

বিশ্ব বিখ্যাত ব্যান্ড বিটলসের ভারত সফরের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে।

বলা হয়ে থাকে, যখন বিটলস ব্যান্ড খুব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন তাদের একদণ্ড শান্তি দিয়েছিল ভারত সফর। সেই সফরের ৫০ বছর হতে যাচ্ছে এই ফেব্রুয়ারিতে। ১৯৬৮ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে একদল বন্ধু-স্বজন নিয়ে লন্ডন থেকে ভারতের হৃষিকেশে আসেন বিটলসের অল্প বয়সী চতুষ্টয়। হৃষিকেশে তাঁরা এসেছিলেন একটি আশ্রমে আধ্যাত্মিক এক সফরে। সেই আশ্রম আজ ৫০ বছর পর পাচ্ছে নতুন রূপ। লম্বা সময় ধরে পরিত্যক্ত থাকার পর এখন তা হয়ে উঠেছে বিটলস-ভক্তদের তীর্থস্থান। পরিকল্পনা করা হচ্ছে সেখানে শিগগিরই বিটলস ব্যান্ড ও এর সদস্যদের নিয়ে একটি জাদুঘর খোলার।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040