চীন-ল্যাটিন আমেরিকা-ক্যারিবিয় কমিউনিটি ফোরামের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সি চিন পিংয়ের অভিনন্দন বার্তা
  2018-01-23 11:16:57  cri
জানুয়ারি ২৩: চীন, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয় কমিউনিটি ফোরামের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন গতকাল (সোমবার) চিলিতে শুরু হয়েছে। সম্মেলন উপলক্ষে অভিনন্দন বাণী পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

বাণীতে তিনি বলেন, ২০১৫ সালের জানুয়ারি মাসে প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন থেকে দু'পক্ষের যৌথ প্রয়াসে চীন-ল্যাটিন আমেরিকা ফোরাম সহযোগিতার প্রধান চ্যানেল হিসেবে বিভিন্ন খাতের সহযোগিতায় ব্যাপক সাফল্য অর্জন করেছে।

সি আরো উল্লেখ করেন যে, চলমান বিশ্ব ব্যাপক উন্নয়ন,সংস্কার ও সমন্বয় মুহুর্তে অবস্থান করছে। বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নির্ভরশীলতা দিন দিন আরো ঘনিষ্ঠ হচ্ছে। মানবজাতি ব্যাপক অভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। যদিও ভোগৌলিক অবস্থানে চীন ও ল্যাটিন আমেরিকার দেশের মধ্যে দূরত্ব অনেক,তবে উন্নয়নশীল দেশের অভিন্ন পরিস্থিতিতে বৈশ্বিক শান্তি, উন্নয়ন ও জনগণের সুখী জীবন আমাদের অভিন্ন স্বপ্ন। তিনি বলেন, এতদাঞ্চলের বিভিন্ন দেশের জনগণের সাথে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলতে আরো বেশি অবদান রাখতে ইচ্ছুক চীনের জনগণ।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040