ব্যক্তি-উদ্যোক্তাদের পঞ্চম প্রতিনিধি-সম্মেলন উপলক্ষে সি চিন পিংয়ের অভিনন্দনবাণী
  2018-01-22 18:36:33  cri
জানুয়ারি ২২: চীনের ব্যক্তি-উদ্যোক্তাদের পঞ্চম প্রতিনিধি-সম্মেলনের সাফল্য কামনা করে, সিপিসি'র পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনবাণী পাঠিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং।

বাণীতে তিনি বলেন, চীনের ব্যক্তি-মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো দেশের সংস্কার ও উন্মুক্তকরণনীতির সুফল। বিগত ৪০ বছর ধরেই সিপিসি ও চীনা সরকার ব্যক্তি-উদ্যোক্তাদের উত্সাহ, সমর্থন ও নির্দেশনামূলক নীতির মাধ্যমে সাহায্য করে আসছে। এতে ব্যক্তি-উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখা, নব্যতাপ্রবর্তন, ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছেন।

বাণীতে তিনি সরবরাহব্যবস্থার কাঠামোগত সংস্কার গভীরতর করতে, আঞ্চলিক সমন্বিত উন্নয়নকৌশল কাজে লাগাতে, বাস্তবমুখী উন্নয়নের জন্য কাজ করতে, এবং দারিদ্র্যবিমোচনে এগিয়ে আসতে ব্যক্তি-উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। ব্যক্তি-উদ্যোক্তাদের সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনা যথাযথভাবে ধারণ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040