অবকাঠামো উন্নয়নে এশিয়ার আর্থিক সক্ষমতা বাড়িয়েছে এআইআইবি
  2018-01-22 18:17:04  cri
জানুয়ারি ২২: বিগত দু'বছরে অবকাঠামো উন্নয়নে এশিয়ার আর্থিক সক্ষমতা বাড়িয়েছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। এর ফলে এশিয়ায় অবকাঠামো খাতে লক্ষণীয় উন্নয়নও হয়েছে। রিসার্চ অ্যান্ড ইনফরমেশান সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ (আরআইএস)-এর উপদেষ্টা শুভময় ভট্টাচার্য সম্প্রতি এ-মন্তব্য করেছেন।

তিনি বলেন, এআইআইবি'র অনুমোদিত প্রকল্পগুলো অধিকাংশই এশিয়ার। এতে সংশ্লিষ্ট এশীয় দেশগুলো অবকাঠামো খাত সরাসরি উপকৃত হবে। ভারতে এআইআইবি'র ৫টি প্রকল্প রয়েছে। শুধু ২০১৭ সালেই এআইআইবি থেকে ৫০ কোটি মার্কিন ডলার ঋণ পেয়েছে ভারত।

তিনি আরও বলেন, এআইআইবি কেবল যে এশিয়ার অবকাঠামো উন্নয়নের জন্য সহায়ক তা নয়, এটি এশীয় দেশগুলোর জন্য বহুপাক্ষিক তহবিল প্ল্যাটফর্মও তৈরি করেছে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040