চলতি বছর চীন তিনটি কৃত্রিম সামুদ্রিক উপগ্রহ মহাশূন্যে পাঠাবে
  2018-01-22 18:01:07  cri
জানুয়ারি ২২: চলতি বছর চীন তিনটি কৃত্রিম সামুদ্রিক উপগ্রহ মহাশূন্যে পাঠাবে। এর মূল লক্ষ্য হবে, দক্ষিণ চীন সাগরের মধ্য ও দক্ষিণাঞ্চলের ওপর নজর রাখা। গতকাল (রোববার) নিখিল চীন সামুদ্রিক কর্ম-সম্মেলনে চীনের জাতীয় সমুদ্র ব্যুরোর মহাপরিচালক ওয়াং হুং এ-কথা জানান।

তিনি বলেন, চলতি বছর সমুদ্র খাতে নব্যতাপ্রবর্তন-দক্ষতা বৃদ্ধি ও এ-খাতে মৌলিক বৈজ্ঞানিক গবেষণা জোরদার করা হবে। পাশাপাশি, সামুদ্রিক বিজ্ঞান ও প্রযুক্তিসংক্রান্ত পরামর্শক কমিটিও গড়ে তোলা হবে বলে।(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040