আজকের টপিক: সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় অধিবেশনে সংবিধান সংশোধন
  2018-01-22 16:11:22  cri


আজকের টপিক: সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় অধিবেশনে সংবিধান সংশোধন

গত বৃহস্পতি ও শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয় চীনের কমিউনিস্ট পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় পুর্ণাঙ্গ অধিবেশন

অধিবেশনে সভাপতিত্ব করেছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং। তিনি অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

অধিবেশনে চীনের সংবিধান সংশোধনসংক্রান্ত প্রস্তাবের খসড়া তুলে ‌ ধরেন সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য চাং দ্য চিয়াং। এ অধিবেশন শেষে 'সংবিধান সংশোধনের প্রস্তাব' গৃহীত হয়েছে।

আমার মনে হয়, এ অধিবেশনের মূল বিষয় সংবিধান সংশোধন। অবশ্যই অন্যান্য বিষয়ও উল্লেখ করা হয়েছে, যেমন অধিবেশনে সার্বিকভাবে আইনানুসারে দেশ পরিচালনায় অর্জিত সাফল্যের উচ্চ মূল্যায়ন করা হয়।

সম্মেলনে সি চিন পিং-এর নতুন যুগের চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারাকে নির্দেশনা হিসেবে গ্রহণ করে দৃঢ়ভাবে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথে অবিচল থাকা, সংবিধান রক্ষা করা, নতুন যুগে সার্বিকভাবে আইনানুসারে দেশ পরিচালনার চেষ্টা করার আহ্বানও জানানো হয়েছে। )

অধিবেশনে জোর দিয়ে বলা হয়, সংবিধান হচ্ছে দেশের মূল আইন। এই সংবিধানে সিপিসি ও জনগণের মতামত প্রতিফলিত হয়েছে। বিদ্যমান সংবিধান চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতান্ত্রিক আধুনিকায়ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অধিবেশনে আরও বলা হয়, সংবিধান সংশোধনের ক্ষেত্রে সিপিসি'র দৃঢ় নেতৃত্ব ও চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথে অবিচল থাকা এবং সংবিধানের সর্বোচ্চ মর্যাদা অক্ষুণ্ণ রাখার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।

অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা মনে করেন, কমিউনিস্ট পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেস ও ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রথম পুর্ণাঙ্গ অধিবেশনের পর সি চিন পিংকে কেন্দ্র করে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনে সি চিন পিং-এর নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র চিন্তাধারা নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে।

অধিবেশনে সার্বিকভাবে আইনানুসারে দেশ পরিচালনায় অর্জিত সাফল্যের উচ্চ মূল্যায়ন করা হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040