নেপালকে ৩২ হাজার সৌর ফোটোভোলটাইক বিদ্যুত্ উত্পাদন ব্যবস্থা প্রদান করেছে চীন
  2018-01-22 12:33:38  cri
জানুয়ারি ২২: কাঠমাণ্ডুতে গতকাল (রোববার) নেপালের কাছে ৩২ হাজারেরও বেশি সৌর ফোটোভোলটাইক বিদ্যুত্ উত্পাদন ব্যবস্থা হস্তান্তর করেছে চীন।

নেপালের জনসংখ্যা ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব রামসার ও নেপালে নিযুক্ত চীনা বাণিজ্যিক কাউন্সিলর পেং ওয়ে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে অভিনন্দন বাণীতে রামসার নেপালের প্রতি চীনের আন্তরিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। সৌর ফোটোভোলটাইক বিদ্যুত্ উত্পাদন ব্যবস্থা নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর সেদেশে চীনের গুরুত্বপূর্ণ ত্রান পদক্ষেপ।

নেপালের অনেক এলাকায় বিদ্যুত্ সরবরাহ অপ্রতুল। এসব ব্যবস্থা সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কাজে আসবে বলে বিশ্বাস করেন তিনি।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040