সিরিয়ার উত্তরাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে তুরস্ক
  2018-01-22 11:29:35  cri
জানুয়ারি ২২: তুর্কী বাহিনী গতকাল (রোববার) সিরিয়ায় প্রবেশ করে উত্তরাঞ্চলের আফরিন প্রদেশে স্থল সামরিক অভিযান শুরু করেছে।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়িল্দিরিম ইস্তাম্বুলে গতকাল এ তথ্য জানান।

তিনি বলেন, তুর্কি বাহিনী ও সিরিয়ার সরকার বিরোধী 'ফ্রি সিরিয়ান আর্মি' সকালে সিরিয়ায় প্রবেশ করে স্থল সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করে।

ইয়িল্দিরিম বলেন, এবারের সামরিক অভিযানের লক্ষ্য সন্ত্রাসী জঙ্গী, সাধারণ মানুষ নয়। সিরিয়ার সমস্যা সম্পর্কিত আস্তানা প্রক্রিয়া ও সোচি শীর্ষ সম্মেলনের ওপরও এ অভিযান প্রভাব ফেলবেনা।

এদিকে, স্থল সামরিক অভিযান শুরু হওয়ার একই দিন তুরস্ক-সিরিয়া সীমান্তী হাতাই প্রদেশের রেইহানলি শহরে রকেট হামলায় ১জন নিহত ও ৩২জন আহত হয়।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040