পানিদূষণ রোধে চীন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে: সেমিনারে তথ্য প্রকাশ
  2018-01-21 15:49:12  cri

জানুয়ারি ২১: সাম্প্রতিক বছরগুলোতে চীন পানিদূষণ রোধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। পানিদূষণ রোধ, পানি-ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে চীনের অর্জিত সাফল্য বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। সম্প্রতি চীনের চিয়াং সু প্রদেশের সু চৌ শহরে অনুষ্ঠিত 'চীনের পরিবেশ-ঝুঁকি পর্যালোচনা ও মোকাবিলা' শীর্ষক সেমিনারে এ-মন্তব্য করেন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের উপ-গবেষক উ চিং।

তিনি বলেন, চীনে পানিদূষণ রোধে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এবং এতে লক্ষণীয় সাফল্যও অর্জিত হয়েছে। চীনের বিভিন্ন শহর ও জেলায় গত ১০ থেকে ১৫ বছরে প্রতিষ্ঠিত পানিদূষণমুক্ত কারখানার সংখ্যা ৫ হাজার। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের প্রায় সমান।

উ চিং আরও বলেন, পানিদূষণ প্রতিরোধ প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নদী ও হ্রদ পরিচালনায় নব্যতাপ্রবর্তনের ওপর গুরুত্ব দিচ্ছে চীন। উদাহরণস্বরূপ, ২০১৬ সাল থেকে চীনের বিভিন্ন অঞ্চলে সংশ্লিষ্ট নদ-নদীগুলো দেখাশোনার জন্য একেকটি দলকে দায়িত্ব দেওয়ার সার্বিক ব্যবস্থা চালু হয় এবং চলতি বছরের শেষ দিকে বিভিন্ন হ্রদ ও জলাশয়ের ক্ষেত্রেও একই ব্যবস্থা চালু হবে বলে আশা করা হচ্ছে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040