পূর্ব-জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী করার পক্ষে মত দিলেন মিসরের প্রেসিডেন্ট
  2018-01-21 15:20:42  cri
জানুয়ারি ২১: পূর্ব-জেরুসালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করার পক্ষে মত দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেলফাত্তাহ আল-সিসি। তিনি গতকাল (শনিবার) কায়রোতে সফররত মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠককালে এ সমর্থনের কথা উল্লেখ করেন।

মিসরের প্রেসিডেন্টভবনের একজন মুখপাত্র বলেন, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে মিসর। স্বাধীন ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব-জেরুজালেমের চূড়ান্ত মর্যাদাকেও সমর্থন করে তার দেশ।

মুখপাত্র জানান, ফিলিস্তিন-ইসরাইল শান্তি-আলোচনায় ইতিবাচক ভূমিকা পালন এবং দীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখায় মিসরের ভূয়সী প্রশংসা করেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স। পেন্স বলেন, যুক্তরাষ্ট্রের জন্য মিসর হচ্ছে 'গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার'।

উল্লেখ্য, গত ডিসেম্বরেই মাইক পেন্সের মিসর সফরের কথা ছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার পর ওই সফর সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040