বর্তমান বিশ্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ককে বাস্তবতার আলোকে দেখতে হবে: যুক্তরাষ্ট্রকে চীনা মুখপাত্র
  2018-01-20 18:45:29  cri
জানুয়ারি ২০: বর্তমান বিশ্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে বাস্তবতার আলোকে দেখতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের একজন মুখপাত্র। গত শুক্রবার যুক্তরাষ্ট্র কর্তৃক প্রকাশিত 'প্রতিরক্ষা কৌশলগত রিপোর্ট'-এর প্রেক্ষাপটে তিনি এ-আহ্বান জানালেন। রিপোর্টে চীনের বিরুদ্ধে কিছু আপত্তিকর মন্তব্য করা হয়।

চীনা মুখপাত্র বলেন, বর্তমান বিশ্বে শান্তি ও উন্নয়ন হচ্ছে মূল কথা। গোটা মানবজাতি শান্তি ও উন্নয়ন চায়। যারা 'স্নায়ুযুদ্ধের চেতনা' ও 'জিরো সাম গেইম'-এ বিশ্বাসী, তারাই কেবল বর্তমান বিশ্বকে অসুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক বৈরতার স্থান মনে করতে পারে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, চীন বিশ্বশান্তির অন্যতম রক্ষক, বৈশ্বিক উন্নয়নে ভূমিকা পালনকারী, এবং আন্তর্জাতিক শৃঙ্খলার অন্যতম রক্ষক। চীন সবসময় শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং দৃঢ়ভাবে পারস্পরিক কল্যাণকর বৈদেশিক উন্মুক্তকরণ কৌশলে অবিচল থাকবে।

তিনি আরও বলেন, বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে চীন ও যুক্তরাষ্ট্র। এতে দু'পক্ষের ব্যাপক যৌথ স্বার্থও রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের উচিত চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে বাস্তবতার আলোকে দেখা। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040