আন্তর্জাতিক সমাজের উচিত আফগানিস্তানকে দেওয়া সাহায্যের প্রতিশ্রুতি পূরণ করা: জাতিসংঘে চীনা প্রতিনিধি
  2018-01-20 18:44:47  cri
জানুযারি ২০: জাতিসংঘে চীনের অস্থায়ী প্রতিনিধি উ হাই থাও বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত আফগানিস্তানকে দেওয়া সাহায্যের প্রতিশ্রুতি পূরণ করা, যাতে দেশটির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হতে পারে। তিনি গতকাল (শুক্রবার) নিরাপত্তা পরিষদে আফগান সমস্যাসংক্রান্ত এক সম্মেলনে এ-কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন পক্ষের উচিত, জাতিসংঘের প্রস্তাব অনুসারে এবং পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের ভিত্তিতে, মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলতে সচেষ্ট হওয়া এবং 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের আলোকে আফগানিস্তান তথা মধ্য-এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা।

উ হাই থাও আরও বলেন, রাজনৈতিক সংলাপ ও সমঝোতার মাধ্যমে আফগান সমস্যার সমাধান করতে হবে। আফগানিস্তানের বিভিন্ন পক্ষের উচিত ঐক্য জোরদার করা এবং সক্রিয়ভাবে শান্তি-প্রক্রিয়ায় অংশ নেওয়া। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040