ফিলিস্তিনে খাদ্যসহায়তা বন্ধের মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানালেন ফিলিস্তিনি কর্মকর্তা
  2018-01-20 18:43:59  cri
জানুযারি ২০: ফিলিস্তিনকে দেয় ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের খাদ্যসহায়তা সাময়িকভাবে বন্ধের মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিন মুক্তি সংস্থার শরণার্থীবিষয়ক কর্মকর্তা যাকারিয়া আল-আগা।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ-সিদ্ধান্ত নিরীহ ফিলিস্তিনি জনগণকে শাস্তি দেওয়া এবং ইউনাইটেড ন্যাশনস্‌ রিলিফ ওয়ার্কস্‌ এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট-কে ধ্বংসের সামিল।

গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর ফিলিস্তিনকে দেয় ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের খাদ্যসহায়তা সাময়িকভাবে বন্ধের কথা জানায়। এর আগে গত মঙ্গলবারও ফিলিস্তিনে ৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের খাদ্যসহায়তা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এ-সময় দেশটি ইউনাইটেড ন্যাশনস্‌ রিলিফ ওয়ার্কস্‌ এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট-কে সংস্কার করার দাবি জানায়। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040