ভারতে অনুষ্ঠিত হলো 'দ্বিতীয় গ্লোবাল কনটেন্ট বাজার'
  2018-01-20 15:35:37  cri

জানুয়ারি ২০: ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো 'দ্বিতীয় গ্লোবাল কনটেন্ট বাজার'। গত বৃহস্পতি ও শুক্রবার এ-বাজার অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় এবং জাতীয় বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র ব্যুরোর উদ্যোগে, এবং 'শাংহাই উ আন' প্রচার লিমিডেট কোম্পানির সহায়তায়, বাজারে চীনের একটি যৌথ বুথও বিনোদনসংশ্লিষ্ট বিভিন্ন কনটেন্ট প্রদর্শন করে।

বাজারে চীন, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, শ্রীলংকা, বাংলাদেশ ও স্বাগতিক ভারতের ৭০টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করে।

চীনা বুথে এসএমজি, চীনের আন্তর্জাতিক টেলিভিশন সাধারণ কোম্পানি ও শাংহাই চলচ্চিত্র গোষ্ঠীসহ পাঁচটি চীনা শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040