ভেনিসে 'চীন-ইইউ পর্যটনবর্ষ' উদ্বোধন; লি খ্য ছিয়াং ও ইসি প্রেসিডেন্টের অভিনন্দন
  2018-01-20 14:58:25  cri
জানুয়ারি ২০: 'চীন-ইউরোপীয় ইউনিয়ন পর্যটনবর্ষ' গতকাল (শুক্রবার) ইতালির ভেনিসে উদ্বোধন হয়। চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও ইউরোপীয় কমিশন (ইসি)-র প্রেসিডেন্ট জঁ-ক্লদ ইয়ুঙ্কা এ-উপলক্ষে আলাদা অভিনন্দনবাণী পাঠান।

অভিনন্দনবাণীতে লি খ্য ছিয়াং বলেন, চীন ও ইউরোপ প্রাচীন রেশমপথের দুই প্রান্তে অবস্থিত। দুই সভ্যতার মধ্যে যোগাযোগও সুদীর্ঘকালের। বর্তমানে শান্তি, প্রবৃদ্ধি, সংস্কার ও সভ্যতা ক্ষেত্রে অংশীদারি সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করছে দু'পক্ষ। 'চীন-ইউরোপ সহযোগিতা, ২০২০' কৌশলগত কার্যক্রম বাস্তবায়ন এবং 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবকে ইউরোপের উন্নয়নকৌশলের সঙ্গে সংযুক্তকরণও দু'পক্ষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

প্রধানমন্ত্রী লি আরও বলেন, পর্যটন কেবল সভ্যতা-সংলাপ ও বেসরকারি মৈত্রীকে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম নয়, তা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের নতুন উপায়ও বটে। চীন ও ইউরোপের পর্যটনসম্পদ সমৃদ্ধ এবং এ-খাতে দু'পক্ষের সহযোগিতার সম্ভাবনাও বিশাল। পর্যটনবর্ষের সুযোগ কাজে লাগিয়ে দু'পক্ষ পর্যটনখাতে সহযোগিতা ও বিনিময় জোরদার করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040