সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় অধিবেশনে 'সংবিধান সংশোধনের প্রস্তাব' গৃহীত
  2018-01-20 14:39:47  cri
জানুয়ারি ২০: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় অধিবেশনে 'সংবিধান সংশোধনের প্রস্তাব' গৃহীত হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত অধিবেশনে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

অধিবেশনে সংবিধান সংশোধনসংক্রান্ত প্রস্তাবের খসড়া তুলে ধরেন সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য চাং তে চিয়াং।

অধিবেশনে জোর দিয়ে বলা হয়, সংবিধান হচ্ছে দেশের মূল আইন। এই সংবিধানে সিপিসি ও জনগণের মতামত প্রতিফলিত হয়েছে। বিদ্যমান সংবিধান চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতান্ত্রিক আধুনিকায়ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অধিবেশনে আরও বলা হয়, সংবিধান সংশোধনের ক্ষেত্রে সিপিসি'র দৃঢ় নেতৃত্ব ও চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথে অবিচল থাকা এবং সংবিধানের সর্বোচ্চ মর্যাদা অক্ষুণ্ণ রাখার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040