চীনের কমিউনিস্ট পার্টির ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় পুর্ণাঙ্গ অধিবেশন সম্পন্ন
  2018-01-19 19:12:05  cri
জানুয়ারি ১৯: চীনের কমিউনিস্ট পার্টির ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির দু'দিনব্যাপী দ্বিতীয় পুর্ণাঙ্গ অধিবেশন আজ (শুক্রবার) বেইজিংয়ে শেষ হয়েছে।

অধিবেশনে সভাপতিত্ব করেছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা মনে করেন, কমিউনিস্ট পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেস ও ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির প্রথম পুর্ণাঙ্গ অধিবেশনের পর সি চিন পিংকে কেন্দ্র করে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনে সি চিন পিং-এর নতুন যুগে চীনের বৈশিষ্টময় সমাজতন্ত্র চিন্তাধারা শেখায় উচ্ছাস দেখা গেছে।

অধিবেশনে সার্বিকভাবে আইনানুসারে দেশ পরিচালনায় অর্জিত সাফল্যের উচ্চ মূল্যায়ন করা হয়।

এ ছাড়া, সম্মেলনে সি চিন পিং-এর নতুন যুগের চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র চিন্তাধারাকে নির্দেশনা হিসেবে গ্রহণ করে দৃঢ়ভাবে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথে অবিচল থাকা, সংবিধান রক্ষা করা, নতুন যুগে সার্বিকভাবে আইনানুসারে দেশ পরিচালনার চেষ্টা করার আহ্বানও জানানো হয়।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040